38th BCS Preliminary Question Exam with Answer

The 38th BCS Preliminary Question Exam with Answer is given here. You can examine yourself by answering these questions.

This exam will help you to get prepared for competitive exams.

If you want to read 38th BCS Question and answer, Go to the last portion of this page and Press শেষ করুন. Then you will find the answer to each question.

আপনি এখান থেকে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি পরীক্ষা না দিয়ে পড়তে চান, তাহলে এই পৃষ্ঠার শেষে গিয়ে শেষ করুন চাপুন। তাহলে আপনি সঠিক উত্তরগুলো দেখতে পারবেন এবং সহজে পড়তে পারবেন।

Let’s Start 38th BCS Preliminary Question Exam

Results

Share your score!
Tweet your score!
Share to other

#1. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

#2. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?

#3. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?

#4. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

#5. ‘Null and Void’- এর বাংলা পরিভাষা কোনটি ?

#6. কোনটি শুদ্ধ বানান ?

#7. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ ?

#8. ‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি ?

#9. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?

#10. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?

#11. ‘হ্ম’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে ?

#12. ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি ?

#13. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

#14. বাংলা কৃত-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

#15. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?

#16. গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত-

#17. ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত ?

#18. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?

#19. ‘চন্দ্রাবতী’ কী?

#20. ‘বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন?

#21. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?

#22. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচুর’ কোন ধরনের রচনা?

#23. কোনটি জসীমউদ্দীনের রচনা?

#24. ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে?

#25. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

#26. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

#27. দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

#28. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

#29. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

#30. ‘বীরবল’ কোন লেখেকর ছদ্মনাম?

#31. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি -

#32. ‘চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে?

#33. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

#34. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন ?

#35. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয় ?

#36. Who is the author of ‘Man and Superman’?

#37. The most famous satirist in English literature is -

#38. What is the plural form of the word ‘louse’?

#39. Choose the correct sentence:

#40. Which word is closest in meaning to ‘Franchise’?

#41. ‘Once in a blue moon’ means-

#42. ‘Jacobean Period’ of English Literature refers to-

#43. A #retired officer lives next door. Here, the hash word in used as a/an:

#44. Eight men were concerned ___ the plot.

#45. When water ____ it turns into ice.

#46. Which one is the correct antonym of ‘frugal’?

#47. Choose the meaning of the idiom- ‘Take the bull by the horns’.

#48. I still have ___ money.

#49. Select the right compound structure of the sentence: “Though he is poor, he is honest”.

#50. Where do the following lines occur in? “ Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea …..”

#51. ‘For God’s sake hold your tongue, and let me love.’ This line is written by -

#52. Fill in the blank: Tourists _______ their reservations well in advance if they want or fly to Cox’s Bazar.

#53. The sun went #down. The hash word is used here as a/an:

#54. Which one of the following words is in singular form?

#55. Identify the right passive voice of ‘It is impossible to do this’.

#56. Of the following authors, who wrote as epic?

#57. The literary term ‘euphemism’ means-

#58. ‘Mutton’ is a/an

#59. #Reading is an excellent habit. Here, the hash word is a-

#60. Which one of the following words is an example of a distributive pronoun?

#61. Who is not a Victorian poet?

#62. A speech of too many word is called-

#63. ‘Strike while the iron is hot’ is an example of -

#64. The play ‘The Spanish Tragedy’ is written by-

#65. Who among the following Indian English writers is a famous novelist?

#66. The word ‘Panegyric’ means -

#67. ‘Among’ is a preposition that is used when __ people are involved.

#68. Which period is known as “The golden age of English literature”?

#69. Which one in the correct indirect narration? “Why have you beaten my dog”? he said to me.

#70. Select the correctly spelt word:

#71. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা -

#72. নিম্নের মোঘল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন ?

#73. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের -

#74. মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন ?

#75. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল -

#76. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না -

#77. জুম চাষ হয় -

#78. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক -

#79. বাংলাদেশে প্রথম আদমশুমারী কত সালে অনুষ্ঠিত হয় ?

#80. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান -

#81. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক-

#82. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে -

#83. বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৯ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে) -

#84. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা:

#85. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল -

#86. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় -

#87. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল -

#88. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-

#89. কোনটি স্থানীয় সরকার নয় ?

#90. আইন প্রণয়নের ক্ষমতা -

#91. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার না কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে-

#92. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স -

#93. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক'টি খাতে ভাগ করা হয়-

#94. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন -

#95. নিচের কোনটি নাগরিকের দায়িত্ব ?

#96. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে ?

#97. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?

#98. বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী ?

#99. বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিস্পত্তি হয় ?

#100. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমান অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে ?

#101. ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে -

#102. নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে ?

#103. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ (এস, ডি, আই) এর জনপ্রিয় নাম ছিল-

#104. ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কতটি জাতি অংশ নেয় –

#105. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়?

#106. গুয়াম এর গভর্ণরের নাম হচ্ছে-

#107. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন?

#108. দুই বা ততোধিক প্রতিদ্বন্দী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়?

#109. পিং পং এর অর্থ হচ্ছেঃ

#110. বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছেঃ

#111. কোনটি জাতিসংঘের সহযোগী নয় ?

#112. সার্কের সদর দপ্তর কোথায়?

#113. ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়েছে?

#114. নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জড়িত-

#115. UNHCR এর সদর দপ্তর কোথায়?

#116. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?

#117. "Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা?

#118. প্রাকৃতিক আইনের উদ্ধব হয়?

#119. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান নিলীনের বিষয়টি কোন চুক্তিকে বলা হয়েছে?

#120. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে -

#121. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়?

#122. বাংলাদেশের এফ, সি, ডি, আই প্রকল্পের উদ্দেশ্য-

#123. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

#124. নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে -

#125. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?

#126. কোনটি জলবায়ুর উপাদান নয়?

#127. নিচের কোন ভৌগোলিক এলাকাটি 'রামসার সাইট' হিসেবে স্বীকৃত?

#128. 'পলল পাখা' জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-

#129. 'সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০' হচ্ছে একটি-

#130. কোনটি জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয়?

#131. কোন গ্যাসটি 'ড্রাই আইস' তৈরিতে ব্যবহার করা হয়?

#132. বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?

#133. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-

#134. ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?

#135. মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?

#136. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?

#137. বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?

#138. পৃথিবীর বারিমন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভ ধারণ করে?

#139. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়-

#140. মা এর রক্তে হেপাটাইটিস-বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?

#141. ডেঙ্গু রোগ ছড়ায় -

#142. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-

#143. স্টিফেন হকিং একজন-

#144. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

#145. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস-

#146. 10101111 এর 1 's complement কোনটি ?

#147. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

#148. কোনটি সঠিক নয়?

#149. ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?

#150. এক word কত বিট বিশিষ্ট হয় ?

#151. কোন ধরণের bus ব্যবহৃত হয় না?

#152. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?

#153. একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট ০ থাকে । এই গেটটি-

#154. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?

#155. ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়-

#156. কোন সাইটটিতে কেনা-বেচার জন্য নয় ?

#157. কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেল এর স্তর কয়টি?

#158. কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেল এর স্তর কয়টি?

#159. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ?

#160. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

#161. সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x^2 < 64} হলে, P(A) এর উপাদান কয়টি?

#162. 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে ১ জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা থেকে পারে ?

#163. 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

#164. টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?

#165. দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গ. সা. গু. 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?

#166. কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা হয়, মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?

#167. মিঃ রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- টাকা মেয়েকে নিলেন। তার সম্পলের মোট মূল্য কত?

#168. x= √3 + √2 হলে, x^3 + 1/x^3 এর মান কত?

#169. logx(1/8) = -2 হলে, x = কত?

#170. 2^x + 2^(1-x) = 3 হলে, x =কত?

#171. বাস্তব সংখ্যায় |2x-3|≤ 1 অসমতাটির সমাধান -

#172. একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত?

#173. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ যদি a হয় তবে ক্ষেত্রফল হবে-

#174. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত?

#175. ত্রিভুজ ABC এ ∠B = 90°, এবং BC = 2AB হয় তবে, এর ∠C এর মান কত?

#176. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল-

#177. আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?

#178. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখে কি বার হবে?

#179. ?

#180. UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি কি হবে?

#181. নিচের কোন সংখ্যাটি ধারার অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

#182. নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? JD-KF- ?? -PM-TR

#183. দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে হতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?

#184. একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ-

#185. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

#186. একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে হা শুরু করে ১২ কিলােমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলােমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?

#187. "RAPIS" অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

#188. অম্বর এর প্রতিশব্দ?

#189. The novelist has a hold of _________ in writing.

#190. নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?

#191. গোল্ডেন মিন (Golden Mean) হলো-

#192. কোন বছর ইউ এন ভি পি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?

#193. শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ -

#194. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে-

#195. সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?

#196. নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে ?

#197. নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?

#198. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?

#199. জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন?

#200. মূল্যবোধ পরীক্ষা করে -

শেষ করুন
38th BCS Preliminary Question Exam with Answer

More Articles

Leave a Reply