40th BCS Preliminary General Knowledge Question Exam

In this article, You can exam the 40th BCS Preliminary General Knowledge Question. You also read General Knowledge Question and Answer from this article.

If you want to read General Knowledge Question and answer, Go to the last portion of this page and Press শেষ করুন. Then you will find the answer to each question.

আপনি এখান থেকে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি পরীক্ষা না দিয়ে পড়তে চান, তাহলে এই পৃষ্ঠার শেষে গিয়ে শেষ করুন চাপুন। তাহলে আপনি সঠিক উত্তরগুলো দেখতে পারবেন এবং সহজে পড়তে পারবেন।

Let’s begin the 40th BCS Preliminary General Knowledge Question Exam

Results

#1. আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?

#2. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

#3. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন–

#4. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?

#5. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

#6. ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

#7. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

#8. বাংলাদেশে সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?

#9. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ—

#10. ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?

#11. ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত?

#12. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়–

#13. Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?

#14. ২০১৮ সালে বাংরাদেশের মোট রপ্তানি আয় কত?

#15. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন–

#16. ২০১৮ সালে বাংলাদেশের GDP-তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?

#17. ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে—

#18. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়—

#19. সংবিধানের কোন সংশোধনকে ‘first distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়?

#20. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?

#21. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়—

#22. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে?

#23. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল—

#24. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসাম সংখ্যা ছিল কত জন?

#25. আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?

#26. Almond ও powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন—

#27. বাংলাদেশ জাতিসংঘের —

#28. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়—

#29. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু আছে—

#30. ‘Let there be Light’- বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-

#31. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?

#32. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development)-তে কয়টি লক্ষ্য (Goal) রয়েছে?

#33. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?

#34. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?

#35. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?

#36. ‘V20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?

#37. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

#38. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?

#39. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?

#40. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে–

#41. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?

#42. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?

#43. নিচের কোন দেশে ২০২২ সালের G-২০ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?

#44. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’- গ্রন্থের রচয়িতা কে?

#45. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?

#46. নীচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?

#47. নীচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই।

#48. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কি বুঝায়?

#49. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?

#50. OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?

শেষ করুন

More Exams

Leave a Reply