হাসনাত স্যারের বাংলা ব্যাকরণের হ্যান্ড নোট

যারা হাসনাত স্যারের বাংলা ব্যাকরণের হ্যান্ড নোট পড়তে চান তাদের জন্যে এই পোস্ট। বাংলা ব্যাকরণের এই হ্যান্ড নোটটি ফেসবুকে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এজন্য আপনাদের সুবিধার্তে সংরক্ষণ করে রাখা।

চাকরির বাজারে বাংলা ব্যাকরণ একটি অতি দরকারি একটা বিষয়। কিন্তু সবাই ঠিকমত এই ব্যাকরণ বুঝে উঠতে পারি না বই পড়ে। এই জন্যে আমরা বিভিন্ন শীট বা হ্যান্ড নোট পড়ি।

আর এরকমই বাংলা ব্যাকরণের একটা চমৎকার হ্যান্ড নোট এটি। এই হ্যান্ড নোটটি লিখেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির অর্থনীতি বিভাগের ছাত্রী মিম্মি বিনতে সিদ্দিকী।

হাসনাত স্যারের বাংলা ব্যাকরণের হ্যান্ড নোট আপনাদের বাংলা ব্যাকরণের প্রস্তুতির জন্য অল্প হলেও সাহায্য করবে।

এই হ্যান্ডনোটটিতে আলোচনা করা হয়েছে সমাস, কারক, পদ, সন্ধি, বাক্যসহ বাংলা ব্যাকরণের নানা বিষয়। এইটা পড়ার মাধ্যমে আপনি বাংলা ব্যাকরণে আরও দক্ষ হয়ে উঠুন এই কামনা থাকলো।

হাসনাত স্যারের বাংলা ব্যাকরণের হ্যান্ড নোট

হাসনাত স্যারের বাংলা ব্যাকরণের হ্যান্ড নোট

আরও পড়ুন বাসা খুঁজুন অথবা বাসা ভাড়া দিন অনলাইনে সহজেই

Leave a Reply