প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পদে যেভাবে আবেদন করবেন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০(DPE Primary Assistant Teacher Job Circular 2020) প্রকাশ হয়েছে। আপনি কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত নিয়ে আজকের আলোচনা।

একনজরে প্রাথমিক সহকারী শিক্ষক

পদের নামঃ সহকারী শিক্ষক
বেতনস্কেলঃ ১১০০০-২৬৫৯০ (১৩তম গ্রেড,২০১৫ বেতন স্কেল অনুযায়ী)
বয়সসীমাঃ ২১ থেকে ৩০ বছর(মুক্তিযোদ্ধা কোটা ৩২ বছর)
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা সমমানের ডিগ্রি

আবেদনের জন্য যা যা প্রয়োজন

  • এসএসসি বা দাখিল পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নাম্বার
  • এইচএসসি বা আলিম পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নাম্বার
  • গ্রাজুয়েশন তথ্য
  • রঙিন ছবি (সাইজ 300 x 300 px)
  • স্বাক্ষর (সাইজ 300 x 80 px)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পদে যেভাবে আবেদন করবেন

  • আবেদন শুরু হবে ২৫ অক্টোবর,২০২০ এবং শেষ হবে ২৪ নভেম্বর,২০২০
  • এরপর আপনাকে http://dpe.teletalk.com.bd/ লিংকে যেতে হবে।
  • এখানে আপনি Application Form পাবেন এবং নির্ভুল তথ্য দিয়ে কাঙ্ক্ষিত ফর্মটি পূরণ করতে হবে।
  • তারপর Submit বাটন চেপে আবেদন শেষ করবেন এবং Unpaid সম্বলিত ফর্ম ডাউনলোড করবেন।
  • ফর্মটি ভাল ভাবে যাচাই করে দেখে নিতে হবে, কোন ভুল আছে কি-না!
  • যদি ভুল হয়ে যায়,পূর্বের ন্যায় আবার আবেদন করতে হবে।
  • সঠিক ভাবে আবেদন সম্পন্ন হবার পর ৭২ ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে ১১০/=(খরচসহ) জমা দিতে হবে।
  • এরপর আবেদনপত্রে দেয়া মোবাইল নাম্বারে USER ID ও Password পাঠানো হবে।
  • আবার http://dpe.teletalk.com.bd/ লিংকে গিয়ে প্রদত্ত USER ID ও Password দিয়ে লগইন করে Download Applicant’s Copy তে ক্লিক করে Paid স্ট্যাটাস সম্বলিত Final Applicant’s Copy ডাউনলোড করতে হবে।
  • ভবিষ্যৎ সংরক্ষণের জন্য প্রিন্ট করা যেতে পারে।
  • এরপর আবেদন পত্রে আর কোন পরিবর্তন আনা যাবে না।

আপনি যেহেতু সহকারী শিক্ষক নিয়োগে আবেদন করবেন আপনার বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো চর্চা করা উচিৎ। আপনি এই চর্চা নিচের দেওয়া লিংক থেকেও করতে পারবেন। আপনি ইচ্ছে করলে এই প্রশ্নে পরীক্ষাও দিতে পারবেন।

বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন(সমাধান সহ)

গুরুত্বপূর্ণ লিংক

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে যেভাবে আবেদন করবেন

যেকোন প্রয়োজনে কমেন্ট করুন নিচের কমেন্ট বক্সে অথবা জানান আমাদের ইনবক্সে

সবার জন্য শুভকামনা।

Leave a Reply