প্রণালীঃ যাদের যুক্ত করেছে এবং যাদের পৃথক করেছে

প্রণালী আন্তর্জাতিক বিষয়ক সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব পরীক্ষায় কম বেশি প্রণালী থেকে প্রশ্ন আসে। প্রণালী সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে, প্রণালী কাকে বলে?

প্রণালী কাকে বলে?

প্রণালী হচ্ছে সংকীর্ণ জলরাশি যা দুটো বৃহৎ জলরাশিকে যুক্ত করেছে এবং এবং দুইটা স্থল ভাগকে আলাদা করেছে। আমরা এখন পৃথিবীর বিখ্যাত প্রণালী গুলো সম্পর্কে জানবো।

প্রণালীযাদের যুক্ত করেছেযাদের পৃথক করেছে
জিব্রাল্টার প্রণালীউত্তর আটলান্টিক মহাসাগর + ভূমধ্যসাগরইউরোপ – আফ্রিকা
স্পেন -মরক্কো
ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগর + উত্তর সাগর বিট্রেন – ফ্রান্স
ডোভার প্রণালী ইংলিশ চ্যানেল + উত্তর সাগর বিট্রেন – ফ্রান্স
বেরিং প্রণালীবেরিং সাগর + উত্তর মহাসাগরউত্তর আমেরিকা – এশিয়া
যুক্তরাষ্ট্র – রাশিয়া
ফ্লোরিডা প্রণালীমেক্সিকো উপসাগর + আটলান্টিক মহাসাগরযুক্তরাষ্ট্র – কিউবা
ডেভিস প্রণালীবাফিন সাগর + লাব্রাডার সাগরগ্রিনল্যান্ড – কানাডা
বসফরাস প্রণালীকৃষ্ণসাগর + মর্মর সাগরএশিয়া – ইউরোপ
দার্দানেলিস প্রণালীইজিয়ান সাগর + মর্মর সাগর এশিয়া – ইউরোপ
হরমুজ প্রণালীপারস্য উপসাগর + ওমান উপসাগরUAE – ইরান
বাব-এল-মানদেবআরব সাগর + লোহিত সাগরএশিয়া – আফ্রিকা
পক প্রণালীবঙ্গোপসাগর + মান্নার উপসাগরভারত – শ্রীলঙ্কা
মালাক্কা প্রণালীআন্দামান সাগর + দক্ষিন চীন সাগরমালয়েশিয়া – ইন্দোনেশিয়া
সুন্দা প্রণালীজাভা সাগর + ভারত মহাসাগরসুমাত্রা – জাভা
কোরিয়া প্রণালীপূর্ব চীন সাগর + জাপান সাগরদক্ষিণ কোরিয়া – জাপান
ফারমোজা প্রণালী পূর্ব চীন সাগর + দক্ষিণ চীন সাগর তাইওয়ান – চীন
জিব্রাল্টার প্রণালী
Photo: NASA/Scott Kelly

আরও পড়ুন

Leave a Reply