13th BCS Preliminary Question Exam with Answer

The 13th BCS Preliminary Question Exam with Answer or Solution is given here. You may examine yourself by answering these questions.

This examination can help you to get prepared for competitive exams like BCS, Primary, Bank Job etc.

If you want to read 13th BCS Preliminary Question and answer, Go to the last portion of this page and Press শেষ করুন. Then you will find the answer to each question.

আপনি এখান থেকে ১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি পরীক্ষা না দিয়ে পড়তে চান, তাহলে এই পৃষ্ঠার শেষে গিয়ে শেষ করুন চাপুন। তাহলে আপনি সঠিক উত্তরগুলো দেখতে পারবেন এবং সহজে পড়তে পারবেন।

Let’s Start 13th BCS Preliminary Question Exam

Results

Share your score!
Tweet your score!
Share to other

#1. 'গোফ-খেজুরে' এই বাগধারাটির অর্থ কী ?

#2. কোন দুটি অঘােষ ধ্বনি?

#3. কোন বাক্যে 'ঢাকটাক গুড়গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

#4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম--

#5. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

#6. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় ?

#7. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

#8. 'যা পূর্বে ছিল এখন নেই'- এর এক কথায় প্রকাশ কীনহবে?

#9. অনল প্রবাহ রচনা করেন --

#10. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

#11. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ --

#12. 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' - এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-

#13. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

#14. মধ্যপদলােপী কর্মধারয়ের উদাহরণ কোনটি?

#15. 'শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখ, এক ফোঁটা দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য -

#16. কোনটি ঐতিহাসিক নাটক?

#17. মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে -

#18. 'মােসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন -

#19. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

#20. মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব --

#21. Select the answer of the word 'stagflation'

#22. What is the meaning of the word 'scuttle' ?

#23. What is the meaning of the word 'stanch'?

#24. What is the meaning of the word 'belated'?

#25. What is the meaning of the word 'sequences'?

#26. What is the meaning of the word 'euphemism'?

#27. "The Rainbow' is-

#28. "Tom Jones' by Henry Fielding was first published in --

#29. The literary work 'Kubla Khan' is --

#30. T. S. Eliot was born in-

#31. What was the real name of the great American short writer, "O Henry"?

#32. Anything 'Pernicious' tends to injure or destroy. Something which no such harmful effect is-

#33. Do not worry, English grammar is not _______ to understand. Which of the following does best fit in the blank space?

#34. We (not have) a holiday since the beginning of the year. Which of the following verb forms does best complete the above sentence?

#35. If I were you, I (handle) the situation more carefully.

#36. It's time (you realize) your mistakes. -Which of the following clause does best fit in the above sentence?

#37. We have recently entered - an agreement with the Inland Co-operative Society. - Which of the following does best fit in the blank space?

#38. The boy from the village said, 'I _______ starve than beg'. Which of the following does best complete the above sentence?

#39. It is too difficult to 'tolerate' bad temper for long. Which of the following phrase does replace 'tolerate' in the above sentence?

#40. I have never seen such a slow coach like you. This small work has taken you three full months, What does the idiom 'a slow coach' mean?

#41. যদি x³ + hx + 10 =0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মন কত?

#42. একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

#43. y = ৩x + ২, y =৩x + ২ এবং y= -২ দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?

#44. ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?

#45. একটি গােল মুদ্রা টেবিলে রাখা হল। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দু'পাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?

#46. [২ - ৩ (২- ৩)^-১]^-১ এর মান কত?

#47. বালক ও বালিকায় একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?

#48. একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন 100π হলে ঐ ষড়ভুজের আয়তন কত?

#49. কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলাের এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?

#50. একটি লােক খাড়া উত্তর দিকে মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লােকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?

#51. একজন সাধারণ মানুষের দেহে মােট কত টুকরা হাড় থাকে?

#52. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

#53. কোনটি চৌম্বক পদার্থ?

#54. উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ চুড়ায়-

#55. কোন স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোেলনকাল কতগুণ বাড়বে বা কমবে?

#56. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

#57. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

#58. মঙ্গলগ্রহে প্রেরিত নভােযান কোনটি?

#59. পারমাণবিক বােমার আবিষ্কারক কে?

#60. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?

#61. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?

#62. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

#63. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

#64. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

#65. আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?

#66. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?

#67. 'আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি' গানটির সুরকার কে?

#68. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

#69. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?

#70. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?

#71. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

#72. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?

#73. ব্ৰহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

#74. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?

#75. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

#76. অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ বাংলাদেশে চিকিৎসক (ডিগ্রীপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?

#77. চলনবিল কোথায় অবস্থিত?

#78. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?

#79. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

#80. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলােমিটার?

#81. ১৯৯১ সালের Business International-এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (livine cost) সবচেয়ে বেশি-

#82. উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯৩ সালে সর্ববৃহৎ বিক্রেতা --

#83. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -

#84. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?

#85. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?

#86. ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ?

#87. 'এশিয়া ওয়াচ' কর্তৃক সম্প্রতি উদঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র special 301 প্রয়ােগ করার বিবেচনা করে?

#88. এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলাের মধ্যে কোনটিকে ইস্ক্যাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযােগী বিবেচনা করে?

#89. 'জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?

#90. মায়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?

#91. ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে?

#92. 'ইউনিডাে' (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

#93. "International Institute on Aging" কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?

#94. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?

#95. পিএলও এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে। ১৯৮৮ সালে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?

#96. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?

#97. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

#98. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমসংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?

#99. ১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযােগিতায় কে শিরােপা লাভ করেন?

#100. কোন দেশটি 'আসিয়ান' (ASEAN) জোটভুক্ত নয়?

শেষ করুন

Read More

13th BCS Preliminary Question Exam with Answer

Leave a Reply