17th BCS Preliminary Question Exam with Answer

The 17th BCS Preliminary Question Exam with Answer is given here. You may examine yourself by answering these questions.

This examination can help you to get prepared for competitive exams.

If you want to read 17th BCS Preliminary Question and answer, Go to the last portion of this page and Press শেষ করুন. Then you will find the answer to each question.

আপনি এখান থেকে ১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি পরীক্ষা না দিয়ে পড়তে চান, তাহলে এই পৃষ্ঠার শেষে গিয়ে শেষ করুন চাপুন। তাহলে আপনি সঠিক উত্তরগুলো দেখতে পারবেন এবং সহজে পড়তে পারবেন।

Let’s Start 17th BCS Preliminary Question Exam

Results

Share your score!
Tweet your score!
Share to other

#1. বাংলাভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কার করেন--

#2. হিন্দী ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচিয়তা --

#3. তত্ত্বাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়?

#4. উপসর্গের সংঙ্গে প্রত্যয়ের পার্থক্য

#5. যে ছন্দের মুল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-

#6. ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি?

#7. বীরবল নিম্নোক্ত লেখকের ছদ্মনাম___

#8. লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে ?

#9. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে? লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-

#10. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন-

#11. কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়?-এই পংক্তিটি নিচের একজনের লেখা-

#12. অক্ষির সমীপে এর সংক্ষেপন হল-

#13. 'হযরত মোহাম্মদ(স.)ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি কোন শ্রেনির-

#14. "মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চেয়েও খাটি"-- কবিতার এ অংশবিশেষের রচয়িতা-

#15. লাঠালাঠি শব্দটির সমাস ?

#16. বাংলাভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-

#17. শব্দার্থ অনুসারে বাংলাভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়-

#18. মানব জীবন, মহৎজীবন, উন্নতজীবন, প্রভৃতি গ্রন্থের রচয়িতা-

#19. The sentence with correct punctuation--

#20. The antonym for ''Inimical' -

#21. The synonym for 'efface' --

#22. The best passive from of the sentence :'We don't like idle people'-

#23. The correct sentence of the followings-

#24. When a person says he's 'all in' , it means----

#25. Bill of fare is-

#26. A bull market means, that share prices are-

#27. Blue chips are-

#28. Razzmatazz means--

#29. Blockbuster means--

#30. Any one of the flowing pairs are literary collaborators-

#31. The correct sentence of the followings:

#32. To read between the lines means-

#33. The last word of the proverb, Handsome is that handsome-

#34. Browning was the composer of any of the following poems-

#35. The right word to fit in the gaps of the flowing sentence- Give her a telephone number to ring ?..she gets lost?

#36. The Synonym of ''Franchise''---

#37. The opposite word of ''Sluggish'' --

#38. The correct spelling is-

#39. Equivocation means--

#40. Natural protein-এর কোড নাম-

#41. f(x)=x2+1/x+1 অনুরূপ কোনটি?

#42. x+y=0 এবং 2x-y+3=0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

#43. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?

#44. x2+px+6=0 এর মূল দুটি সমান হয় এবংp> 0 হয়, তবে p এর মান কত?

#45. (125/27)-2/3 এর সহজ প্রকাশ-

#46. দুটি লম্বালম্বি শক্তির পরিমান ৫N ও ৮N, তাদের লব্ধি বলের পরিমান কত?

#47. নিচের কোণ ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?

#48. একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের তিনগুন।টুকরা দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চাইতে কত গুন বড় হবে?

#49. একটি ত্রিভূজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ।ত্রিভূজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?

#50. x-[x-(x+1)}] এর মান কত?

#51. AB ও CD সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিম্নের কোন গানিতিক বাক্যটি সঠিক হবে? image

#52. ঢাকা ও চট্টোগ্রাম এই দুই রেলস্টেশন থেকে প্রতি ঘন্টায় একটা ট্রেন এক স্টেশনের থেকে অন্য স্টেশনে যাত্রা করে।সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তাব্যস্থলে পৌছাতে প্রতেক ট্রেনের ৫ ঘন্টা সময় লাগে।এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?

#53. লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ...... ,৩ ,১

#54. দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২,৬০ এবং ২৪৪৮.সংখ্যা দুটি কত?

#55. আরব দেশসমূহ পশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-

#56. পোলিও টিকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম-

#57. বাংলাদোশের গবাদীপশুতে প্রথম ভ্রুন ব্যবহার করা হয়-

#58. বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বুঝায়-

#59. ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-

#60. ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত-

#61. পর্তুগীজ শব্দ থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলাভাষায় আত্তীকরণ করা হয়েছে-

#62. করনার স্টোন অব পিস এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-

#63. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-

#64. অ্যাকোয়া রেজিয়া বলতে বুঝায়-

#65. বায়ুমন্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতায় উঠানো যায়-

#66. টুথপেস্টের প্রধান উপাদান-

#67. পানির ছোট ফোটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-

#68. মুক্তা হল ঝিনুকের -

#69. ল্যাপটপ হলো এক ধরনের-

#70. বাংলাদেশের পাহাড়শ্রেনীর ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে?

#71. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-

#72. সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে-

#73. ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছেন তার নাম-

#74. নয়া আন্তজার্তিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারন পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?

#75. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-

#76. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

#77. ১৭২৫ সালে বিশ্বের প্রচীনতম রেস্তোরা চালু হয়েছিল ইউরোপের একটি শহরে তার নাম ও রেস্তোরার নাম-

#78. দক্ষিন এশিয় সহযোগীতা সার্কের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-

#79. 'সিরাজাম মুনীরা' কাব্যের রচয়িতার নাম-

#80. রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমন করার পর বাধ্য হয়ে রাশিয়ার চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে আসতে রাজি হয়েছে তার নাম-

#81. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-

#82. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষনীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত-

#83. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-

#84. লালবাগ দুর্গের অভ্যান্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম-

#85. ১৯৯৪ সালের পহেলা ডিসেম্বর বৃহস্পতি বার হলে, ১৯৯৫ সালের ঐ হবে-

#86. বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-

#87. মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-

#88. আধুনিক অলিম্পিকের প্রবতক বা জনক ?

#89. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?

#90. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু।এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল-

#91. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-

#92. বাংলাদেশের প্রথম মাছের চাষ আরম্ভ হয়-

#93. 'স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল-এর ভাস্কর এর নাম-

#94. উত্তর আটল্যান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-

#95. ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-

#96. persona-non-grata শব্দ সমষ্টি যে বিশেষ ব্যাক্তির ক্ষেত্রে প্রযোজ্য-

#97. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারন পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল-

#98. কমনওয়েলথের বর্তমান (২০১৬)সদস্য সংখ্যা-

#99. নিচের কোন দেশটি জতিসংঘের সদস্য নয়?

#100. বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত কোন জায়গায় মেশে?

শেষ করুন
17th BCS Preliminary Question Exam with Answer

More

Leave a Reply