৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান

এখানে ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেয়া আছে, যেটা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে সাহায্য করবে।

এখানে স্বাভাবিকভাবে প্রশ্নগুলো দেয়া আছে, আপনি চাইলে এইখানে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারেন।

আর আপনি যদি পরীক্ষা দিতে না চান তাহলে আপনি চাইলে পড়তেও পারবেন। সেজন্য আপনাকে এই পৃষ্ঠার শেষ অংশে যেতে হবে এবং শেষ করুন চাপুন। তাহলে আপনি সঠিক উত্তরটা পাবেন।

৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান

Results

Share your score!
Tweet your score!
Share to other

#1. 'বেদান্ত গ্রন্থ' ও 'বেদান্ত সার' কার রচনা?

#2. 'Hand Out' -এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছেঃ

#3. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

#4. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

#5. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?

#6. 'বাঁধনহারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

#7. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?

#8. 'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায় ?

#9. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে -

#10. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে -

#11. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা?

#12. 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক !'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?

#13. 'খনার বচন' এর মূলভাব কি?

#14. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

#15. 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি ?

#16. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায় ?

#17. 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটির পরিচালক কে?

#18. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?

#19. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

#20. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ?

#21. কোনটি অপাদান কারক?

#22. বিভক্তহীন নাম-শব্দকে কী বলে?

#23. The word 'florid' indicates

#24. Identify the correct passive form of the sentence below: 'Do you know them?'

#25. The word 'culinary' is related to

#26. Hospitals ___ the sick.

#27. 'Geriatrics' is the branch of medicine concerned with the diseases and care of --

#28. A person who believes that laws and governments are not necessary is known as -

#29. 'Panacea' means-

#30. 'To be, or not to be ---that is the question,' is a famous soliloquy from--

#31. 'A Christamas Carol' is a _____ by Charles Dickens.

#32. Love for the whole world is called ----

#33. He went to ___ hospital because he had ___ heart attack.

#34. Select the word with right spelling --

#35. নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি ? Finger : Hand :: Leaf : ?

#36. 'Had I known you were waiting outside, I________________________'

#37. কোন শব্দযুগলটি ভিন্ন?

#38. Cricket is a kind of play. It is also a kind of -

#39. Which of the following words has been formed with a prefix?

#40. When we want to mean a government by the richest class we use the term-

#41. What is the plural number of 'ovum' -

#42. A soporific speech is likely to -

#43. লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?

#44. 'There was a small reception following the wedding'. The word 'following' in the sentence above is a/an -

#45. The warning of the authority falls on deaf ears. Here warning does the function of -

#46. | 1-2x | < 1 এর সমাধান -

#47. নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম ?

#48. একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয়মূল্য-

#49. যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?

#50. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?

#51. দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত?

#52. যদি, ৯ × ৩ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?

#53. c = {x:x ঋনাত্মক পূর্ণসংখ্যা ওবং x^2 < 18}; c সেটের উপাদানগুলো হবে?

#54. একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে গিয়ে B অবস্থানে পৌছিল । A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট ?

#55. ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে ?

#56. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো । আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেতফল অপরিবর্তিত থাকবে ?

#57. 125(√5)^2x = 1 হলে x এর মান কত?

#58. 2x^2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?

#59. ০.৪ × ০.০২ × ০.০৮ =?

#60. বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

#61. 1/√2, 1, √2 - ধারাটির কোন পদ 8√2 হবে ?

#62. ?

#63. প্রতাপাদিত্য কে ছিলেন?

#64. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ?

#65. বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ?

#66. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?

#67. সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই ?

#68. জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?

#69. কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?

#70. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় ?

#71. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?

#72. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?

#73. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?

#74. কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?

#75. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?

#76. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?

#77. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?

#78. মুজিবনগর সরকার কখন গঠিত হয় ?

#79. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

#80. Cozy Bear একটি কি?

#81. ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে ?

#82. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

#83. ফলকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?

#84. বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?

#85. সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে ?

#86. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?

#87. বাংলাদেশের জিডিপি'তে কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?

#88. স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-

#89. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?

#90. যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?

#91. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?

#92. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?

#93. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

#94. ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

#95. নিম্নের কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট ?

#96. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে ?

#97. ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

#98. শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জন করেছেন?

#99. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?

#100. জিরোসাম গেম (Zero-sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট ?

শেষ করুন

আরও পড়ুন

39th BCS Preliminary Question Exam with Answer(৩৯তম বিসিএস)

Leave a Reply